
গোপালগঞ্জে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর আবারও কারফিউর সময় বাড়ানো হয়েছে। জেলাটিতে আজ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে আগামীকাল রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে।
শনিবার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, রোববার সকাল ৬টায় কারফিউ সময় শেষ হওয়ার পর রাত ৮টা পর্যন্ত জেলায় ১৪৪ ধারা জারি থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক পরিক্ষা এর আওতামুক্ত থাকবে।
এর আগে, আজ শনিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করা হয়। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে কারফিউর সময় বাড়ানো হলো।
এদিকে, আজ কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে জেলার জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। রাস্তাঘাট ও বাজারে লোকসমাগম বাড়তে দেখা গেছে। পাশাপাশি গণপরিবহণ চলাচলও শুরু হয়েছে।
সবশেষ গতকাল শুক্রবার গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় কারফিউ চলে।
প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।
নয়াশতাব্দী/ইআর