৫ শ্রাবণ, ১৪৩২

২০ জুলাই, ২০২৫

পাহাড়ে প্রযুক্তি ব্যবহার করে বনাঞ্চল সুরক্ষায় কাজ করার আহ্বান পরিকল্পনা উপদেষ্টার

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন
পাহাড়ে প্রযুক্তি ব্যবহার করে বনাঞ্চল সুরক্ষায় কাজ করার আহ্বান পরিকল্পনা উপদেষ্টার

পাহাড়ে প্রযুক্তি ব্যবহার করে বনাঞ্চল সুরক্ষায় কাজ করার আহ্বান জানিয়ছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বনসম্পদ বিনষ্ট না করেও সেখান থেকে সম্পদ আহরণ করা সম্ভব।

রোববার (২০ জুলাই) বনবিনাশ, বনায়ন অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও ভূমিগ্রাস থেকে বনজীবী মানুষের সুরক্ষা নিয়ে সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি একথা জানান। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে বলেন, পাহাড়ে প্রযুক্তি ব্যবহার করে বনাঞ্চল সুরক্ষায় কাজ করতে হবে। বনসম্পদ বিনষ্ট না করেও সেখান থেকে সম্পদ আহরণ করা সম্ভব। এ লক্ষ্যে আদিবাসী জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করতে হবে। অনুমোদিত কয়েকটি ‘আমব্রেলা প্রকল্প’ পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলে কাজ করবে। এছাড়া দুর্গম এলাকায় আবাসিক স্কুল চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এগোনোর তাগিদ দিয়ে তিনি বলেন, যে ভুলগুলো আমরা অতীতে করেছি, এইসব প্রকল্পের মাধ্যমে যেন সেগুলো আর না ঘটে, সে দিকে বিশেষ নজর রাখা হবে।

কর্মশালায় পরিবেশবাদী, উন্নয়নকর্মী, গবেষক ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এনএ