
ডিজিটাল সুবিধা নাগরিক সেবা কেন্দ্রের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নীলক্ষেত ১৮ নং ওয়ার্ডের নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, এ কেন্দ্রগুলোতে নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জন্ম নিবন্ধন সংশোধনসহ সরকারি ও বেসরকারি সেবা পাওয়া যাবে। কেন্দ্রগুলো প্রশিক্ষিত উদ্যোক্তা দ্বারা পরিচালিত হবে, যারা নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, নাগরিক সেবা কেন্দ্র ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সরকারি সেবাকে নাগরিকদের কাছে আরও সহজলভ্য ও ভোগান্তিমুক্ত করতে রাজধানী ঢাকার গুলশান, উত্তরা ও নীলক্ষেতে চালু হয়েছে ‘নাগরিক সেবা কেন্দ্র’। এখানে এক ছাদের নিচে মিলবে মোট ৮১টি নাগরিক সেবা।
এর আগে, ২০১০ সালে এটুআইয়ের উদ্যোগে সারাদেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) চালু করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার।
নয়া শতাব্দী/ইআর