
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুতে আজ শোক দিবস পালন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ মে) এই শোক দিবস উপলক্ষ্যে বেলা ১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে। গতকাল বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
অপরদিকে, সাম্যের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে ছুরিকাঘাতে মারা যান সাম্য। এই ঘটনায় বুধবার গ্রেফতার হওয়া তিন জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
নয়াশতাব্দী/ইআর