২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৬ মে, ২০২৫

সরকারকে জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিলেন হাসনাত

নয়াশতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
সরকারকে জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিলেন হাসনাত

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত বছরের জুলাই আগস্টে ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এরপর অন্তর্বর্তী সরকারের কাছে ফ্যাসিস্ট হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের অন্যতম দাবি ছিল জুলাই ঘোষণাপত্র। তবে এরইমধ্যে ৯ মাস অতিবাহিত হলেও এখনো সেই ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি সরকার।

সবশেষ গত ১০ মে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়াদের গণদাবীর মুখে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য আগামী ৩০ কার্যদিবসের কথা জানায় অন্তর্বর্তী সরকার। সেই সময়ের চারদিন এরইমধ্যে অতিবাহিত হয়ে গেছে। যা এবার মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও তরুণ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই আন্দোলনের সময়কার একটি ভিডিও শেয়ার করেছেন হাসনাত। যেখানে ক্ষমতাচ্যুত হাসিনা ও তার দল আওয়ামী লীগের বর্বরতার কথা বলতে শোনা গেছে একজনকে। সেই ভিডিও শেয়ার দিয়েই সরকারকে জুলাই ঘোষণাপত্রের দিনক্ষণ মনে করিয়ে দিয়েছেন হাসনাত।

হাসনাত তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২৬ কর্মদিবস।’

জুলাই ঘোষণাপত্র প্রকাশের সময় অবশ্য এরইমধ্যে কয়েক দফা পিছিয়েছে। সরকার গঠনের প্রায় পাঁচ মাস পর গত ৩১ ডিসেম্বর ছাত্ররা শহিদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে চাইলেও ৩০ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে তাদের জুলাই ঘোষণাপত্রের আশ্বাস দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ঘোষণাপত্র জারী করা হয়নি। 

সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলেও জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ছাত্র-জনতা। তবে শেষ পর্যন্ত সে কথা রাখতে পারেনি সরকার। এবার ফের ছাত্র-জনতার আন্দোলনের মুখে নতুন করে জুলাই ঘোষণাপত্রের জন্য ৩০ কার্যদিবসের কথা জানিয়েছে সরকার। এখন দেখার বিষয় এই কথা রাখতে পারে কিনা অন্তর্বর্তী সরকার।

নয়াশতাব্দী/ইআর