২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৬ মে, ২০২৫

৫ আগস্ট এর পর ঢাকা শহর পরিণত হয়েছে আন্দোলনের নগরী

ইমন হোসেন প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
৫ আগস্ট এর পর ঢাকা শহর পরিণত হয়েছে আন্দোলনের নগরী

২০২৪ সালের ৫ আগস্ট, ঢাকার রাজপথে যে জনস্রোত নেমেছিল, তা রূপ নেয় এক পূর্ণাঙ্গ গণঅভ্যুত্থানে। দীর্ঘদিনের ক্ষোভ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, দমন-পীড়ন—সব মিলিয়ে মানুষ আর থেমে থাকেনি। লাখো মানুষের সরব উপস্থিতি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। বিকেল নাগাদ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে ফেলে বিক্ষুব্ধ জনতা। রাতেই খবর আসে—প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ ফ্লাইটে দেশ ত্যাগ করে ভারতে চলে গেছেন।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রাষ্ট্র পরিচালনায় শূন্যতা তৈরি হয়। ঠিক তখনই, জাতির আস্থা ও ঐক্যের প্রতীক হিসেবে অর্থনীতিবিদ ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে সামনে আনা হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সম্মতিতে তিনি দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। তাঁর নেতৃত্বে একটি নিরপেক্ষ, অরাজনৈতিক প্রশাসনিক টিম গঠন করা হয়, যার কাজ দেশের শান্তিপূর্ণ রূপান্তর ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।

কিন্তু আন্দোলন থেমে যায়নি—বরং নতুন চেহারা নেয়। কোনদিন শিক্ষার্থীরা রাজপথে তাদের দাবি নিয়ে নামে, কোনদিন দেখা যায় রিকশাচালকদের মিছিল—জ্বালানি তেলের দাম ও পুলিশের হয়রানির প্রতিবাদে। কখনো সরকারি চাকরিজীবীরা নেমে আসেন ন্যায্য বেতন কাঠামো আর পেনশন সংস্কারের দাবিতে, আবার শিক্ষকেরা শিক্ষানীতি ও বেতন বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ান প্রেসক্লাবের সামনে।

ঢাকার শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, টিএসসি, মতিঝিল—প্রতিদিন নতুন নতুন মুখ, নতুন স্লোগান। কেউ চায় অর্থনৈতিক ন্যায়বিচার, কেউ সামাজিক নিরাপত্তা, কেউ নতুন সংবিধান। তবে প্রতিদিনের এই কর্মসূচি, রোডমার্চ ও অবস্থান ধর্মঘটের কারণে রাজধানীতে তৈরি হচ্ছে ভয়াবহ যানজট । অফিসগামী মানুষ, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকরা চরম দুর্ভোগে পড়ছেন। অনেকেই বলছেন, পরিবর্তন চাই ঠিকই, কিন্তু সেই পরিবর্তনের পথ যেন মানুষের জীবনকে আরও জটিল না করে তোলে।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে এমন বহুমাত্রিক গণজাগরণ অতীতে খুব কমই দেখা গেছে। এটিকে কেউ বলছেন ‘নতুন বিপ্লব’, কেউবা ‘স্বপ্নের পুনর্জন্ম’। তবে একটি বিষয়ে সবাই একমত—এই আন্দোলন শুধু সরকার পতনের নয়, এটি একটি ব্যবস্থা বদলের সংগ্রাম।

জনতা এখন আর কোনো নেতার দিকে তাকিয়ে নেই। তারা নিজেরাই হয়ে উঠেছে নেতৃত্ব। বাংলাদেশ যেন দাঁড়িয়ে আছে ইতিহাসের মোহনায়—এখান থেকে হয় নতুন সূর্য উঠবে, না হয় আরও একবার হারিয়ে যাবে একটি সম্ভাবনার জাতি।

নয়াশতাব্দী/ই