
বাংলাদেশের তরুণ কনটেন্ট নির্মাতা রবিন রাফান, যিনি ওবায়দুর রহমান নামেও পরিচিত, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর কনটেন্টের মাধ্যমে দেশের ডিজিটাল অঙ্গনে সৃষ্টি করেছেন নতুন আলোড়ন। ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামে তার তৈরি ভিডিওগুলো প্রযুক্তি, এআই ও ভিজ্যুয়াল এফেক্টের অসাধারণ সংমিশ্রণ, যা ইতোমধ্যেই লাখো দর্শকের মন জয় করেছে।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার পাশাপাশি রবিন রাফান প্রশিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমেও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থান তৈরি করেছেন। তার উদ্যোগে আয়োজিত ‘এআই মাস্টারক্লাস’ সিরিজে অংশ নিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ৫০০ জনেরও বেশি কনটেন্ট নির্মাতা। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শিখেছেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও, ইমেজ টু অ্যানিমে ও মিউজিক কম্পোজিশনের মতো আধুনিক এআই টুল ব্যবহারের কৌশল।
গত ২ মে অনুষ্ঠিত ‘এআই মাস্টারক্লাস সিজন ৩’-এ রেকর্ডসংখ্যক -১,০০০ জনের বেশি—কনটেন্ট নির্মাতার অংশগ্রহণ এই সিরিজকে দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল প্রশিক্ষণ আয়োজনে পরিণত করেছে।
তার কাজের স্বীকৃতিও এসেছে দেশ-বিদেশ থেকে। সম্প্রতি তিনি চতুর্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (BIFA) অ্যাওয়ার্ডে "সেরা কনটেন্ট ক্রিয়েটর" হিসেবে পুরস্কৃত হয়েছেন। এর আগে, গত ১৮ জানুয়ারি, তিনি যুক্তরাষ্ট্রের ধালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসেও একই সম্মাননায় ভূষিত হন।
চলতি মাসেই শুরু হচ্ছে তার নতুন উদ্যোগ ‘এআই মাস্টারক্লাস সিজন ৪’। ২৩ মে থেকে শুরু হতে যাওয়া এই সিজনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যেই ৭০০ জন কনটেন্ট ক্রিয়েটর কোর্স টি করার জন্য ভর্তি হয়েছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যা প্রমাণ করে রবিনের প্রতি বিশ্বজুড়ে কনটেন্ট নির্মাতাদের আগ্রহ কতটা গভীর।
এ প্রসঙ্গে রবিন রাফান নয়া শতাব্দীকে বলেন, আমি আমার ফলোয়ারদের কনটেন্ট রেসপন্স সবসময় বিশ্লেষণ করি। এখনকার সময়ে তারা সবচেয়ে বেশি সাড়া দিচ্ছে এআই-ভিত্তিক কনটেন্টে। মানুষ এখন শুধু বিনোদন নয়, নতুন কিছু শিখতেও আগ্রহী।
উল্লেখযোগ্যভাবে, তার এসব প্রশিক্ষণমূলক কোর্স ও কনটেন্টের জন্য তিনি পেয়েছেন বাংলাদেশের অভ্যন্তর থেকে যেমন বিশাল সমর্থন, তেমনি দেশের বাইরের দর্শক ও প্রশিক্ষণার্থীদের কাছ থেকেও দারুণ সাড়া। এই আন্তর্জাতিক সমর্থনই তাকে আরও বেশি উদ্ভাবনী কাজ করতে উৎসাহ জুগিয়েছে।
বর্তমান প্রজন্মকে প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনে উৎসাহিত করার পাশাপাশি কনটেন্ট শিল্পে বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরাই এখন রবিন রাফানের মূল লক্ষ্য বলেও জানান তিনি।
নয়াশতাব্দী/এসআর