
শেরপুরে পাহাড়ি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাহাড়ি ঢলের পানিতে জেলার নিম্নাঞ্চল ও খালবিলে পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে সকালে ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নের কাড়াগাঁও এলাকায় সোমেশ্বরী নদীর পাড় ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে।
আজ ২ জুন সোমবার পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত কয়েকদিনে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হওয়ায় চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্টে ১৪৪ সেন্টিমিটার ও নালিতাবাড়ী পয়েন্টে ২৬৮ সেন্টিমিটার এবং সদরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৬০৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তত রয়েছে জেলা প্রশাসন।
নয়াশতাব্দী/এনএ