১৯ আষাঢ়, ১৪৩২

০৩ জুলাই, ২০২৫

হকিতে হংকংকে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
হকিতে হংকংকে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ

চীনে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দাজু হকি ট্রেনিং সেন্টারে ম্যাচের প্রথম কোয়ার্টারে জালের দেখা পেতে ব্যর্থ হয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা

ম্যাচে ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন দীন ইসলাম। ম্যাচের ২০ মিনিটে ফিল্ড ও ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন তিনি।

তৃতীয় কোয়ার্টারে আরও একবার জালের দেখা পায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে স্কোর শিটে নাম লেখান অমিত হাসান। ম্যাচের বাকি সময় দুই দলের কেউই আর গোল করতে না পারলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দীন ইসলামরা।

এর আগে, সবশেষ ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল ছেলেদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ভারতকে হারালেও ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। শনিবার বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

নয়াশতাব্দী/এনএ