২০ আষাঢ়, ১৪৩২

০৪ জুলাই, ২০২৫

শেরপুরে নিখোঁজের ২০ ঘন্টা পর পুকুরে থেকে ২ শিশুর লাশ উদ্ধার

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
শেরপুরে নিখোঁজের ২০ ঘন্টা পর পুকুরে থেকে ২ শিশুর লাশ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীর একটি মৎস্য খামারের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ২০ ঘণ্টা পর বুধবার (১৮ জুন) সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) ও স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা ২ জনই স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।

স্থানীয়রা ও পুলিশ জানান, মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে ওই দুই শিশুকে খুঁজে পাচ্ছিল না তাদের পরিবারের সদস্যরা। পরে স্থানীয়ভাবে অনেক খুঁজাখুজি করেও তাদের সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি দিয়ে পোস্ট করা হয়।

বুধবার সকাল ৭টার দিকে বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস খামারে ২ শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা ২ শিশুর মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবি করছেন। তারা বলছেন, শিশু ২টির বাড়ি ঘটনাস্থল থেকে অনেক দূরে। ওই পুকুরে মাসখানেক আগেও রহস্যজনকভাবে একজন মারা যায়। পরে প্রজেক্টের মালিক সেটি ধামাচাপা দেয়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

নয়াশতাব্দী/এসআর