২৪ আষাঢ়, ১৪৩২

০৮ জুলাই, ২০২৫

আখাউড়ায় ধর্ষনের শিকার এক প্রতিবন্ধি নারীর ঘুমের মধ্যে অস্বাভাবিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
আখাউড়ায় ধর্ষনের শিকার এক প্রতিবন্ধি নারীর ঘুমের মধ্যে অস্বাভাবিক মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক কিশোরীর (১৫) ধর্ষণের পর ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে পৌরশহরের খড়মপুর কল্লা শহীদ (র.) মাজার শরীফের মহিলা বিশ্রামাগারে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে বিকালে মাজার শরীফের পুকুরে গোসল করতে গিয়ে ধর্ষনের  শিকার হয় ওই তরুনী।  

এ ঘটনায় তরিকুল ইসলাম তুষার (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া গ্রামে। রাতেই পুলিশ মরদেহ এবং আটক যুবককে থানায় নিয়ে যায়।

মাজার কমিটি এবং পুলিশ সুত্রে জানা গেছে, ওই কিশোরী সোমবার দুপুরে মাজার শরীফের পুকুরে গোসল করে কাপড় বদলানোর রুমে যায়। এসময় যুবক ওই রুমে প্রবেশ করে মেয়েটিকে ঝাপটে ধরে ধর্ষন করে বলে জানা যায়। এসময় পুকুর পাড়ে থাকা লোকজন যুবকটিকে মারধর দিয়ে কিশোরীকে উদ্ধার করে। খবর পেয়ে মাজার কমিটির নিজস্ব নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করে মেয়েটিকে মাজার শরীফের বিশ্রামাগারে নিয়ে যায়। মাজারের মহিলা কর্মীরা কিশোরীকে খাবার দেয়। এসময় মেয়েটিকে সুস্থ দেখা গেছে। তবে মেয়েটি নাম পরিচয় বলতে পারেনি। সবাই ধারনা করে মেয়েটি প্রতিবন্ধি।

রাত ৯টার দিকে মহিলা কর্মীরা অসচেতন অবস্থায় মেয়েটি মেঝেতে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। পরে কমিটির সদস্যদেরক খবর দিলে, খবর পেয়ে মাজার কমিটির কয়েকজন সদস্য ছুটে যায়। এবং মেয়েটির  মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে। পুলিশ রাতে মরদেহ এবং যুবককে থানায় নিয়ে যায়।
 
মাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, কিশোরীকে উদ্ধার করে মাজার শরীফের বিশ্রামাগারে রাখা হয়েছিল। তখনও সে সুস্থ্ ছিল। রাতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। ধর্ষনের চেষ্টাকারীকে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছি।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন বলেন, ভিকটিমের কাপড় জব্দ করে এবং ভ্যাজাইনাল সোয়াব সংরক্ষণের মাধ্যমে ডিএনএ পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামী তরুনীকে একবার ধর্ষনের বিষয়টি শিকার করেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। মেয়েটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। 

নয়াশতাব্দী/এনএ