
রাজধানীর বারিধারায় নিজের ফ্ল্যাটে হামলা, লুটপাট ও হয়রানির অভিযোগ তুলে বিচার দাবি করেছেন ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকাররম হোসেন খান।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তিনি জানান, তার সাবেক স্ত্রী জেবা আমিনা আহমেদ নিজেকে রাজনৈতিক পরিচয়ে ব্যবহার করে সশস্ত্র দল নিয়ে তার ফ্ল্যাটে হামলা চালান।
মোকাররম জানান, ২০০৫ সালে বিয়ে হলেও পরে জানতে পারেন, জেবা আমিনার আগের স্বামীর সঙ্গে তখনও তালাক হয়নি। এছাড়া, অর্থনৈতিক প্রতারণা ও পারিবারিক সহিংসতার অভিযোগে ২০১৭ সালে তিনি বিবাহবিচ্ছেদ করেন।
গত ২৭ জুন তিনি দেশের বাইরে থাকা অবস্থায় ঢাকার বারিধারার ২০১ ও ৪০১ নম্বর ফ্ল্যাটে হামলা, লুটপাট ও গৃহকর্মীদের মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন। পুলিশ চাবি উদ্ধার করলেও এখনো একটি ফ্ল্যাটের দখল ফেরত দেওয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, মামলা ও অভিযোগের পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সাড়া মেলেনি। এ ঘটনায় তার মেয়ে আদালতে মামলা করেছেন, যা পিবিআই তদন্ত করছে।
সংবাদ সম্মেলনে তিনি বিএনপি নেতাদের প্রতি দলীয় তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং চার দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার ও সরকারি হস্তক্ষেপ।
নয়াশতাব্দী/এসআর