
সিলেট ও সুনামগঞ্জ জেলার তিনটি সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৬ জুলাই) সকালে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয়া হয়।
তাদের মধ্যে ৩২ জন নারী, ১০ জন শিশু ও ১১ জন পুরুষ রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, বুধবার সকালে সিলেটের কানাইঘাটের কালাইরাগ সীমান্ত দিয়ে ১৯ জন ও গোয়াইনঘাটের শ্রীপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন করে বিএসএফ। এছাড়া, সুনামগঞ্জের নোয়াকাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ ইন করা হয়। তাদের সবাইকে হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
নয়াশতাব্দী/এসআর