২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

করোনায় আক্রান্ত ইব্রাহিমোভিচ

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৪, ৩:৩৫ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত ইব্রাহিমোভিচ

সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার এসি মিলান সুইডেন জাতীয় দলের এই ফুটবলারের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।

ইউরোপা লিগের ম্যাচ খেলতে মাঠে নামার ঠিক আগেই ইব্রাহিমোভিচের এমন দুঃসংবাদে চিন্তিত ইতালির ক্লাবটি।

এক বিবৃতিতে এসি মিলান জানায়, ইব্রাহিমোভিচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। ইব্রাহিমোভিচ ছাড়া এসি মিলানের বাকি সব ফুটবলার এবং সাপোর্টিং স্টাফদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত সোমবার সিরি-এ লিগের প্রথম ম্যাচে বোলোগনার বিপক্ষে ইব্রাহিমোভিচের জোড়া গোলেই জয় পেয়েছিল এসি মিলান।

সেই ম্যাচ শেষে ইব্রাহিমোভিচ বলেছিলেন, আমাদের আরও বেশি গোল করার সুযোগ ছিল, আমার বয়স যদি এখন বিশ বছর হতো আরও গোল পেতাম। তবে আমি দলের জয়ে খুশি।

এ তারকা স্ট্রাইকার করোনা আক্রান্ত হওয়ায় অন্তত লিগের আগামী দুই ম্যাচে সার্ভিস পাবে না এসি মিলান।