২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৬ মে, ২০২৫

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ইমন হোসেন প্রকাশিত: মে ১৪, ২০২৫, ২:২৯ অপরাহ্ন
সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বিনোদন ও ক্রিকেটের সংমিশ্রণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার মোড় নিয়েছে নতুন বিতর্কের। খেলার চেয়ে মাঠে নজর কাড়ে অভিনেত্রীদের পোশাক ও অঙ্গভঙ্গি, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা।

টি-২০ ফরম্যাটের এই পাঁচদিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল—গিগাবাইট টাইটানস, জেভিকো কিংস, নাইট রাইডার্স ও স্বপ্নধরা স্পারটানস। উদ্দেশ্য ছিল বিনোদনের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের একটি ব্যতিক্রমধর্মী আয়োজন উপহার দেওয়া। তবে মাঠে খেলার চেয়ে বেশি আলোচনায় এসেছে অভিনয়জগতের কিছু সদস্যের পোশাক ও আচরণ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, একাধিক অভিনেত্রী ছোট ও খোলামেলা পোশাকে মাঠে প্রবেশ করেন এবং ক্যামেরার দিকে ঘন ঘন পোজ দিতে থাকেন। দর্শকদের একাংশ মনে করছেন, এটি মাঠের পরিবেশ ও দেশের সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে এমন আচরণ একটি নেতিবাচক বার্তা দিতে পারে।

জানা গেছে, অশ্লীলতার অভিযোগে সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীর রায় চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং মডেল-অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, তাঁরা খেলার পরিবেশের অপব্যবহার করে নিজেদের ফিগার ও অঙ্গভঙ্গির মাধ্যমে নজর কাড়ার চেষ্টা করেছেন।

এ ধরনের অশ্লীলতা বন্ধ চেয়ে অভিনেত্রী ও আয়োজকদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন। তিনি বলেন, এই ধরনের আয়োজন শুধু খেলার মাঠকে অশ্লীল করে তোলে না, বরং সমাজের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে দেয়। এটা তরুণ প্রজন্মের জন্য মোটেই ভালো উদাহরণ নয়।

সাংস্কৃতিক বিশ্লেষক ও সমাজবিজ্ঞানীরা বলছেন, খেলাধুলার মাঠে শালীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, সেলিব্রিটি ক্রিকেট লিগের মতো প্ল্যাটফর্মে পেশাদারিত্ব বজায় রাখা উচিত, যাতে এটি একটি ইতিবাচক বার্তা দেয় এবং ভবিষ্যৎ প্রজন্ম সঠিক দৃষ্টান্ত পায়।

নয়াশতাব্দী/এসআর