২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

ক্যান্সারে আক্রান্ত হয়ে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

নয়া শতাব্দী প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ৮:১৮ পূর্বাহ্ন
ক্যান্সারে আক্রান্ত হয়ে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
 
নোবিপ্রবি প্রতিনিধি:
দীর্ঘ দুই বছর যাবত মুখ ও ফুসফুসের ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী পারভেজ বিন আহমেদ জনি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (৯ম ব্যাচ) কৃষি বিভাগের শিক্ষার্থী ছিলেন। 
 
রবিবার (২৩মার্চ) সকাল ১০:৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট এ থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
 
মরহুমের ছোট ভাই জানান, আমার ভাইয়া পারভেজ বিন আহমেদ জনি দীর্ঘদিন ধরে ক্যান্সার এ আক্রান্ত হয়ে আজ সকালে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ রবিবার  সন্ধ্যা ৭ টায় বারুয়ামারি হাই স্কুল  মাঠে অনুষ্ঠিত হয়।
 
জানা যায়, ২০২৩ সালের মার্চ মাসে তাঁর শরীরে প্রথম ক্যান্সার শনাক্ত হয়। দীর্যদিন ক্যান্সার এ আক্রান্ত থেকে আজ দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় নেমে এসেছে শোকের ছায়া।