২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে গ্রেফতার-৩

নয়া শতাব্দী প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ৪:০৮ পূর্বাহ্ন
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে গ্রেফতার-৩

আশুলিয়া প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে গ্রেফতার হয়েছেন প্রজন্ম লীগের তিন নেতা কর্মী।

পুলিশের দাবি, স্মৃতিসৌধে উস্কানিমূলক স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬মার্চ)  বেলা ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দিয়ে অস্থিতিশীল করার চেষ্টায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলা কাজীপুর থানা এলাকার মৃত আহম্মদ হোসেনের ছেলে সেলিম রেজা (৩৬), ভোলা জেলা সদরের মৌটুপি গ্রামের মৃত ইছাহাক জমদ্দারের ছেলে শহিদুল ইসলাম (৫০), ঢাকা জেলা আশুলিয়া থানা দক্ষিণ গাজীরচট শের আলী মার্কেটের  মৃত আব্দুল জব্বারের ছেলে মো. সোহেল পারভেজ (৪১)।


তারা সবাই মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতা।

মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে হাজারো মানুষর। এরমধ্যেই ৫-৬ জন লোক জয় বাংলা স্লোগান দিতে থাকে। পরে পুলিশ এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

এব্যাপারে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবীর জানান,আজ বেলা আনুমানিক ১১ টার সময় ৫/৬ জন ব্যক্তি জাতীয় স্মৃতিসৌধে উস্কানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের আশুলিয়া থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।