
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা–ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২ এপ্রিল) বিকালে সিলেট নগরীর পাঠানঠুলাস্থ মেয়রের বাসায় এ হামলার ঘটনা ঘটে।
এর আগে নগরীর হাউজিং এস্টেট এলাকায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় বেশ কয়েকজন মিছিল সহকারে গিয়ে বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাংচুর করে। তবে, হামলায় কেউ হতাহত হয়নি। এরইমধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছে পুলিশ। তদন্ত চলছে।
নয়াশতাব্দী/জিএস