
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষার্থীরা।
৮ই এপ্রিল সকাল ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলার চন্দ্রায় অবস্থান নেন তারা। এ সময় তাদের সাথে দলে দলে ধর্মপ্রাণ মুসলমান মিলিত হয়ে বিক্ষোভ করেন।
এসময় তারা জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে মানবতার দুশমন ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় গাজায় ৫০ হাজারের ও অধিক মানুষ নিহত এবং আহত হয়েছেন আরও ১ লাখের অধিক নিরীহ ফিলিস্তিনি। নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু। এদিকে গত ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে। গত ১৮ মার্চের হামলাটি ছিল যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় ধরনের হামলা। জালিম ইসরাইলি বাহিনীর এক দিনের এই বর্বর হামলায় নারী-শিশুসহ চার শতাধিক লোক নিহত হয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইলিদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো। আমরা এই গণহত্যার তীব্র নিন্দা জানাই। সেই সাথে বিশ্বের মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে রুক্ষে দাঁড়ানোর আহ্বান করছি।
আলী নামে এক শিক্ষার্থী বলেন, বিশ্ব মুসলমান নেতা এক হতে হবে। আমাদের মুসলিম ভাই-বোনেরা আজ নির্যাতিত। আমরা ইসরাইলের সব পণ্য আমরা বয়কট করবো।
হিরা নামে আরেক শিক্ষার্থী নয়াশতাব্দীকে বলেন, যুদ্ধ বিরতি যুক্তি করে আবার গাজায় হামলা হয়েছে। গাজাবাসীদের কান্না আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।