৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শ-ঙ্কা, হুঁ-শি-য়া-রি সং-কে-ত

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ৭:৪৭ পূর্বাহ্ন
দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শ-ঙ্কা, হুঁ-শি-য়া-রি সং-কে-ত

ঢাকাসহ দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে।

আজ রোববার (১৩ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

নয়াশতাব্দী/জিএস