
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশের জন্য অসংখ্য গৌরবময় মুহূর্ত উপহার দিয়েছেন। কিনতু গত বছর জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর তিনি দেশে ফিরতে পারেননি। বাংলাদেশ দলের হয়ে খেলতেও পারেননি আর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হন সাকিব আল হাসান। আর এটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে। অনেকের মনে সাকিবের জুলাই অবস্থানকে ঘিরে রয়েছে ক্ষোভ, রয়েছে তার বিরুদ্ধে অসংখ্য মামলা।
বাংলাদেশী একটি ইংরেজি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিরবতা ভেঙে সাকিব বলেন, "আমি এখনো বাংলাদেশের হয়ে খেলতে চাই, এবং এই ইচ্ছা সব সময়ই থাকবে।" তিনি আরও জানান, 'দেশের হয়ে খেলে অবসর নেয়াই তার স্বপ্ন।'
সাকিব বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে।
সাকিব আল হাসান আরও বলেন, "গত ১৮ বছর নাকি সর্বশেষ ৬ মাস, কোনটা দেখে আমাকে বিচার করবেন, তা আপনাদের ইচ্ছা।"
সাকিবের এই বক্তব্যে স্পষ্ট, তিনি এখনো দেশের হয়ে খেলার জন্য প্রস্তুত এবং সুযোগের অপেক্ষায় রয়েছেন। তিনি বিসিবি সভাপতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এই বিষয়ে।
তবে প্রশ্ন থেকে যায়, আমরা কি সাকিবের ১৮ বছরের অবদানকে মূল্যায়ন করব, নাকি ছয় মাসের রাজনৈতিক অবস্থানকে?
নয়া শতাব্দী/অর্পিতা