৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৯ মে, ২০২৫

ভারতের বন্দর সুবিধা বাতিলে বাংলাদেশের খরচ বেড়েছে ২ হাজার কোটি টাকা: বাণিজ্য উপদেষ্টা

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
ভারতের বন্দর সুবিধা বাতিলে বাংলাদেশের খরচ বেড়েছে ২ হাজার কোটি টাকা: বাণিজ্য উপদেষ্টা

ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের প্রায় ২ হাজার কোটি টাকা খরচ বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা এ কথা জানান। 

উপদেষ্টা বলেন, ‘ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের খরচ বেড়েছে। যেটি প্রায় দুই হাজার কোটি টাকা। এটি কমিয়ে আনতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার।’

তিনি আরও বলেন, ‘ভারত, পাকিস্তান বা চীন কোনো বিষয় নয়। সব দেশের সঙ্গেই সরকার বাণিজ্য বাড়াতে চায়।’

যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের চ্যালেঞ্জ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এটি অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে তিন মাসের জন্য এই শুল্ক আরোপ স্থগিত রেখেছে। এ সময়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি দ্রুত কমার কোনো সুযোগ নেই। তবে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার কাজ করছে। অর্থনৈতিক সক্ষমতা এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করা হবে।’

নয়া শতাব্দী/অর্পিতা