
রাজশাহীর দুর্গাপুরে শারীরিক অসুস্থতায় চিরকুট লিখে আত্মহত্যা করেছেন ঝালুকা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের (আয়া) ফজিলা খাতুন।
১৯ এপ্রিল (শনিবার) তার কর্মস্থলে সকলের অগোচরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
চিরকুটে তিনি লিখেন “ আমি মোসাঃ ফজিলা খাতুন। আমার গলাই দড়ি দেওয়ার আগে লেখা এই পত্রটি। অসুখের কারণে আমি আত্মহত্যা করছি । আমার মৃত্যুর জন্য কোট দায়ি নয়। শারীরিক ও মানসিকভাবে আমি অসুস্থ্য তাই আত্মহত্যার করছি। আমার মৃত্যুর পর আমার লাস যেন পুলিশ না হাত দেয়। নরমালি যেন আমার দাফন হয়- ইতি ফজিলা খাতুন ”
এলাকাবাসী সূত্রে জানাযায়, অফিসের পরিদর্শিকা মোসা: জামেনা খাতুন (৪২) এ-র অনুপস্থিতিতে উক্ত রুমে দরজা জানালা বন্ধ করে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাস দেয় ফজিলা খাতুন।
অফিসের লোকজন জানতে পেরে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। দীর্ঘ দিন ধরে রক্তচাপ সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগিতেছিলেন তিনি।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা জানান, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড হয়েছে। বর্তমানে লাশটি মর্গে রয়েছে।