২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

দুর্গাপুরে ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

নয়া শতাব্দী প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
দুর্গাপুরে ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীর দুর্গাপুরে নব্য মাদক হিসেবে ব্যবহিত ট্যাপেন্টাডল নামক ট্যাবলেটসহ মো.সোহানুর রহমান (সোহান) (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ।
 
২০ এপ্রিল দিবাগত-রাতে উপজেলার দুর্গাপুর বাজার এলাকা থেকে তাকে ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সোহান উপজেলার কালিদহ (পশ্চিম পাড়া )  আলমগীর হোসেনের ছেলে। সে দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলো। উড়তি বয়সী যুবসমাজ এই নেশায় মারাত্মক ভাবে আসক্ত হয়ে পড়েছে। 
 
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুরুল হোদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ যুবককে মাদকসহ গ্রেপ্তার করা হয় । এসময় তার কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । সোমবার দুপুরে গ্রেফতারকৃত ওই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।