২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

ছওয়াবের দারিদ্র্য বিমোচন প্রকল্পে স্বাবলম্বী ১৫০ পরিবার

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ৪:০২ অপরাহ্ন
ছওয়াবের দারিদ্র্য বিমোচন প্রকল্পে স্বাবলম্বী ১৫০ পরিবার

দারিদ্র্যের অভিশাপ থেকে দেশের মানুষকে মুক্ত করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ছওয়াব। ইতিমধ্যেই ১৫০ টি পরিবারকে স্বাবলম্বী করেছে ছওয়াব। 

শনিবার (২৬ এপ্রিল) ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে ছওয়াবের উদ্যোগে দারিদ্র্য বিমোচন প্রকল্পের “প্রকল্প সমাপনী অনুষ্ঠানে” প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক আসিফ মাহমুদ।

তিনি বলেন, সরেজমিনে এসে উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার নিরন্তর প্রচেষ্টার কথা শুনে আমি মুগ্ধ। ছওয়াব দেশব্যাপী তাদের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এই প্রত্যাশা করি। 

ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও সিনিয়র প্রোগ্রাম অফিসার মু. বোরহান উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ছওয়াবের ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামান, জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার, জিএম (এমএফপি) আবুল হাসান সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজন।

পূর্বে ছওয়াবের উপকারভোগীগণ তুলে ধরেন তাদের সাফল্যের গল্প গাঁথা।

উল্লেখ্য, ২০২১ সালে ছওয়াবের পক্ষ থেকে বিরুলিয়া ইউনিয়নের ১৫০টি পরিবারের মাঝে যথাক্রমে গাভী, ব্যাটারি চালিত অটো রিক্সা, মুদি দোকান প্রদান করা হয়। চার বছরের ব্যবধানে তাদের প্রত্যেকে আজ স্বাবলম্বী। 

সবশেষে সভাপতির বক্তব্য রাখেন ছওয়াবের সম্মানিত চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান।

তিনি বলেন, চার বছর আগে যেসব দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে তাদের পাশে দাড়িয়েছিলাম, আজকে যখন দেখি তারা প্রায় সকলেই সফল, এটিই আমাদের জন্য তৃপ্তিদায়ক। আমরা একটি ন্যায় সঙ্গত সমাজ বিনির্মানে এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণপ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় সাভারে আমাদের দারিদ্র্য বিমোচন প্রকল্প। আমাদের এই কাজের ইমপ্যাক্ট সারাদেশে ছড়িয়ে পড়ুক, এটি আমাদের কামনা। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ছওয়াবের মিডিয়া এবং আইটি ম্যানেজার খোরশেদ আলম, এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মোল্লাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নয়াশতাব্দী/সাইদুর