
আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্র সহ শ্যুটার বাপ্পির অন্যতম সহযোগী মাসুদ নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে আশুলিয়া থানাধীন জামগড়া ছয়তলা ইস্টার্ন হাউজিং এলাকার একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৪।
আশুলিয়ায় চাঁদাবাজি,অবৈধ অস্ত্র সংগঠিত সহ মাদক ব্যবসার সাথে জড়িত তিনি। এই চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে র্যাব। তবে কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে গুলি বিনিময় সহ একাধিক মামলার আসামী গ্যাং প্রধান শ্যুটার বাপ্পি এখনো ধরাছোঁয়ার বাহিরে থাকায় এলাকায় আতংক বিরাজ করছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে, মাসুদ (৩৮)। আশুলিয়া এলাকায় শ্যুটার বাপ্পিট হয়ে কাজ করতো সে।
ইস্টার্ন হাউজিং এলাকার তিনতলা ভবনের দ্বিতীয়তলার একটি ফ্ল্যাটে মাসুদ ভাড়া থাকতো, র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ফ্ল্যাট থেকেই তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ১ টি চায়নিজ কুড়াল, ১ টি চাপাতি, ১ টি রাম দা, ১ টি দা উদ্ধার করে র্যাব-৪। এসময় তার ফ্ল্যাটে বিদেশী মদের ৪ টি খালি বোতলও পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা যায়, মাসুদের সাথে তার স্ত্রী একই ফ্ল্যাটে থাকতেন। স্ত্রী একজন পোশাক শ্রমিক। স্ত্রী কাজে চলে গেলে অন্য সন্ত্রাসীরা তার ফ্ল্যাটে এসে সময় কাটাতো।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার জালিস মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। তার চক্রে আরও অপরাধী আছে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আশুলিয়ার ও আশেপাশের বিভিন্ন এলাকার নানা ধরণের অপরাধ যেখানে অস্ত্র ব্যবহার করা হয় সেসব অপরাধের সাথে মাসুদ জড়িত বলে আমরা জানতে পেরেছি।