
পটুয়াখালীর মির্জাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি ৫০ বছরের বৃদ্ধ আব্দুল গণিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার ভোর রাতে উপজেলার মজিবাড়িয়া এলাকা থেকে সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে মির্জাগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল ইসলাম।
গ্রেফতারকৃত উপজেলার মজিবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং গ্রামের মৃত ওয়ারেচ মুন্সির ছেলে। থানা সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল দুপুরে দিকে মজা কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশে ৭ বছরের এক শিশু কন্যাকে ডেকে নিয়ে যায় গণি। তারপর মুখ চেপে একটি ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশু কন্যার চিৎকারে আশপাশের লোক ছুটে আসলে গণি পালিয়ে যায়। এঘটনায় ওই শিশু কন্যার মা বাদী হয়ে গত ১৬ এপ্রিল পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে গনিকে আসামি করে একটি মামলা দায়ের করে।
এবিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদার বলেন, আসামি আদালতে পাঠানো হবে।
নয়াশতাব্দী/ইআর