২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২৫, ৭:০০ অপরাহ্ন
গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ঘাটে অবৈধ ভাবে বালু, মাটি উত্তোলন ও বিক্রি, ড্রেজার স্থাপন, মাদক বিক্রি এবং চাঁদাবাজি প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে একটি চক্র। এ বিষয়ে  উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করার পরও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। এসকল অনৈতিক কর্মকান্ড বন্ধের দাবিতে এবং সেই সাথে কোন পদক্ষেপ গ্রহণ না করায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাহিদুর রহমানের সাত দিনের মধ্যে বদলির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে গোয়ালন্দ উপজেলাবাসি।

আজ শুক্রবার (২ মে) সকাল ১০ টায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খানের সভাপতিত্বে ও স্থানীয় জনগণের উপস্থিতিতে গোয়ালন্দ বাস স্ট্যান্ড ঢাকা-খুলনাগামী মহাসড়কের পাশে এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি কাসেম আলী মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর সরদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদার, সনাতন ধর্মনম্বীদের নেতা ডঃ সুধীর কুমার বিশ্বাস, পৌর ৩ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শাহীন শেখ প্রমুখ। 

এ সময় উপস্থিতিরা তাদের বক্তব্যে বলেন, অতি দ্রুত দৌলতদিয়া ঘাটের অবৈধ বালু/মাটি উত্তোলন ও বিক্রি, ড্রেজার স্থাপন এবং চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের অ্যাকশনে যেতে হবে। সেই সাথে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাহিদুর রহমান কে সাত দিনের মধ্যে বদলি করতে হবে। অন্যথায় আবারও কঠোরভাবে প্রতিবাদ মিছিল ও কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

নয়াশতাব্দী/এসআর