২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৬ মে, ২০২৫

আইপিএল: প্লে-অফ সম্ভাবনায় যেসব দল

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
আইপিএল: প্লে-অফ সম্ভাবনায় যেসব দল

৭৪ ম্যাচের আইপিএলের চলতি মৌসুম শুরু হয়েছে গত ২২ মার্চ। আসরের পর্দা নামবে ২৫ মে। শেষ চারে ওঠার লড়াইয়ে ১০ দলের প্রত্যেককে খেলতে হবে ১৪টি করে ম্যাচ। এরই মধ্যে ১০ ম্যাচ খেলে ফেলেছে প্রতিটি দল। কেউ কেউ তারও বেশি। তাই এবার শুরু হয়েছে সুপার ফোরের হিসাব নিকাশ। কারা এগিয়ে আছেন আইপিএলের ১৮তম আসরের টপ ফোরের দৌড়ে? কারাই বা ছিটকে যাচ্ছেন এবারের আইপিএল থেকে।

মুম্বাই-গুজরাট-বেঙ্গালুরু-পাঞ্জাব, আপাতত টেবিলের শীর্ষ চার দল এরাই। শুরু থেকেই জয় পরাজয়ের মধ্যে থাকা মুম্বাই টানা ছয় ম্যাচ জিতে নেট রান রেটে এগিয়ে থেকে নিজেদেরকে নিয়ে গেছে উঁচুতে। ৩ ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্ট পাওয়া মুম্বাইয়ের আর একটি জয়ই যথেষ্ট হতে পারে প্লে-অফের জন্য। একই হিসাব গুজরাটের জন্যও। বরং ৪ ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্ট পাওয়া শুভমান গিলের দলের সামনে অফুরন্ত সুযোগ শেষ চার নিশ্চিতের।

পিছিয়ে নেই ভিরাট কোহলির বেঙ্গালুরুও। গুজরাটের সঙ্গে সমানে সমান টক্কর আরসিবির। রান রেটেও বেশ এগিয়ে রয়্যাল। তাই মুম্বাই আর গুজরাটের সাথে শেষ চারের দৌড়ে এগিয়ে আছে কোহলিরা। এরপরই আসবে পাঞ্জাব, দিল্লি আর লাখনৌয়ের নাম। বাঁচা মরার লড়াইয়ে শেষটায় কপাল পুড়তে পারে এখান থেকে যেকোনো দুই দলের।

সমান ১০টি করে ম্যাচ খেলে পাঞ্জাব ১৩ দিল্লি ১২ আর লাখনৌয়ের পয়েন্ট ১০। সম্ভাব্যতার সূত্র মেনে তাই শেষ চারের দৌড়ে এগিয়ে পাঞ্জাব, কিছুটা পিছিয়ে দিল্লি। লাখনৌয়ের চ্যালেঞ্জ শেষ চার ম্যাচের প্রত্যেকটাই জেতা। একই সমীকরণ লাখনৌয়ের চেয়ে ১ পয়েন্ট কম থাকা কলকাতার জন্যও। শেষ চার ম্যাচের একটাতেই পা ফসকালে আসর থেকে অফিশিয়ালি ছিটকে যাবে শাহরুখ খানের দল।

আনুষ্ঠানিকভাবে আসর থেকে ছিটকে গেছে রাজস্থান আর চেন্নাই। হায়দরাবাদের নামের পাশে এলিমিনেট শব্দটা এখনও লাগেনি, তবে সম্ভাবনাও নেই বললেই চলে। শেষ চার ম্যাচই কামিন্সের দলকে জিততে হবে বড় ব্যবধানে, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও।