
রাজশাহীর দুর্গাপুরে দুটি মাথা, চারটি চোখ ও তিনটি কানের বিরল গরুর বাছুর প্রসব করেছে একটি গাভী। ৪ মে (রবিবার)উপজেলা নওপাড়া ইউপির নন্দি গ্রাম হিন্দু পাড়ায় জোতিষ সন্নাসীর পালিত গাভী সকাল ৮ টার দিকে বাচ্চাটি প্রসব করেছে। অদ্ভুত দৈহিক গঠনের বাছুরটি দেখতে ভীড় করেছে উৎসুক জনতা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গাড়িটির মালিকের মা নন্দ রাণী বলেন, বাছুর রুপে ভগবান এসেছে নাকি জানিনা তবে ভগবান যেটা সেটাই মেনে নিতে হবে। আমার গাড়িটা বেচে আছে এটাই বড়ো।৭ কেজি পর্যন্ত দুধ দেয় যখন চাই তখনই দুধ দেয়।
এবিষয়ে দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস জানান, নানা কারণে এমন ত্রুটিপূর্ণ বাচ্চা জন্ম নিতে পারে
সাধারনত জেনেটিক্যাল ডিফেক্টের কারণে এমনটি হয়ে তাকে । যেহেতু বাচ্চাটি খাচ্ছে আসা করছি দ্রুত সার্ভে করবে। এছাড়াও ভিটামিন-সহ সকল ধরনের ঔষধ আমরা দিয়ে যাচ্ছি। তবে গাভীর বাচ্চাটি যাতে সুস্থ্য থাকে সেজন্য আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।