৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২৫, ২:৩৯ অপরাহ্ন
ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব

আগামী ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই টানা ছুটি কাটাতে সাপ্তাহিক ছুটির দুই শনিবার অফিস করতে হবে সরকারি কর্তকর্তাদের।

১০ দিনের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ওই পোস্টে শফিকুল আলম বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আযহায় ১০ দিনের ছুটি থাকবে। এ ছুটির পরিপ্রেক্ষিতে আগামী ১৭ মে ও ২৪ মে, শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরো এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
নয়াশতাব্দী/এসআর