২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৬ মে, ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাত: আকাশপথ পরিবর্তন করছে এয়ারলাইন্সগুলো

নয়াশতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
ভারত-পাকিস্তান সংঘাত: আকাশপথ পরিবর্তন করছে এয়ারলাইন্সগুলো

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে আন্তর্জাতিক অনেক ফ্লাইটের রুট পরিবর্তন করেছে বিভিন্ন এয়ারলাইন্স। তার মধ্যে ৩টি বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটও গন্তব্য পরিবর্তন করে অন্যত্র গিয়ে ঢাকায় আসছে। ভারত-পাকিস্তান আকাশপথ বর্তমানে অনিরাপদ বিবেচিত হওয়ায় এয়ারলাইন্সগুলো রুট পরিবর্তন করার কথা জানিয়েছে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের ইভা এয়ার জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারত ও পাকিস্তানের সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে চলার জন্য নতুন করে রুট নির্ধারণ করছে ইউরোপগামী ও ইউরোপ ফেরত ফ্লাইটগুলো।

দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার জানিয়েছে, তারা সিওল থেকে দুবাইগামী ফ্লাইটের রুট পরিবর্তন করেছে। তারা এখন পাকিস্তানের আকাশের পরিবর্তে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে চলবে।

থাই এয়ারওয়েজ জানিয়েছে, ইউরোপ ও দক্ষিণ এশিয়াগামী ফ্লাইটগুলো আজ বুধবার ভোর থেকে নতুন রুটে যাচ্ছে। এতে কিছু ফ্লাইটে দেরি হতে পারে বলে সতর্ক করেছে তারা।

ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে তাদের ফ্লাইট পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে এবং রিরাউটিং সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।

তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে, চলমান প্রেক্ষাপটে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা জরুরি পরিকল্পনা করছে। তবে তারা এখনও বিস্তারিত কিছু জানায়নি।

এছাড়া, কাতার এয়ারওয়েজও পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানে ফ্লাইট চলাচল স্থগিত করেছে।

এদিকে, গন্তব্য পরিবর্তন করা ঢাকাগামী ৩ ফ্লাইট হচ্ছে তার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজের। আজ সকাল থেকে স্বাভাবিকভাবেই ফ্লাইটগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছে।

নয়াশতাব্দী/ইআর