
সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় স্থানীয় আওয়ামী লীগের ২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুমন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য সূত্রে জানা যায়, আশুলিয়া থানা হকার্স লীগের দপ্তর সম্পাদক বিলাল সরদার (৪৬)। তিনি জামালপুরের মাদারগঞ্জ থানার চর গোপালপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে। এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য রনি আহম্মেদ (৪০)। তিনি আশুলিয়ার পূর্ব জামগড়ার মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ আরও জানায়, ছাত্র-জনতা আন্দোলন ঘিরে আশুলিয়া থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তাদের গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া, গ্রেফতার রনি আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের উস্কানিমূলক পোস্ট করতেন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুমন আহমেদ জানান, গতকাল সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল ও পবনারটেক এলাকায় অভিযান পরিচালনা করে বিল্লাল সরদার ও রনি আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫ আগস্ট বৈষম্যে বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি করার অভিযোগ রয়েছে।
নয়াশতাব্দী/এসআর