২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে: রিজভী

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন
সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে: রিজভী

পতিত শেখ হাসিনার সরকার নানা নেরেটিভ তৈরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। এখনও সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ মে) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। দেশে একটা দায়িত্বশীল সরকার প্রয়োজন, যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে। আজ জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু জনগণ কারও কাছে বলতে পারছেন না। কারণ দেশে জনগণের সরকার নেই।

তিনি আরও বলেন, জবাবদিহিতার প্রসঙ্গ আসলেই সংস্কারের কথা বলা হচ্ছে। অন্যদিকে পতিত ফ্যাসিস্টদের অন্তর্বর্তী সরকার পুনর্বাসন করছেন কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

নয়াশতাব্দী/এসআর