২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা ফ্যাসিবাদী: হাসনাত

নয়াশতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২৫, ৬:১২ অপরাহ্ন
যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা ফ্যাসিবাদী: হাসনাত

‘কোনো ষড়যন্ত্রে বা চাপে যদি আমার মুখ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন’

যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, তারা “ফ্যাসিবাদী শক্তি” উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত- বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদপন্থী। যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, তারা বাংলাদেশপন্থী আর যারা চায় না, তারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি।”

শনিবার (১০ মে) বিকেলে ঢাকার শাহবাগ মোড়ে গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক বলেন, “যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। আমি বলতে চাই, কোনো ষড়যন্ত্রে বা চাপে যদি আমার মুখ থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।”

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “পরবর্তী সময়ে আমি যদি কোনো ঘোষণা নাও দিই, মনে রাখবেন আপনাদের মঞ্জিলে মকসুদ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না।”

তিনি বলেন, “২০১৩ সালের শাহবাগের মাধ্যমে ফ্যাসিবাদ শুরু হয়েছে। আর এই শাহবাগ থেকে ফ্যাসিবাদের পতন হবে। আমাদের মত, পথ আলাদা হতে পারে; তবে আওয়ামী লীগ নিষিদ্ধে আমাদের মত, পথ এক। নমরুদের যেভাবে পতন হয়, ফেরাউনের যেভাবে পতন হয়, হাসিনারও পতন হয়।”

আজ বেলা ৩টার পর থেকে শাহবাগ মোড়ে শুরু হয় গণজমায়েত। সাড়ে ৩টা থেকে শাহবাগ মোড়ের ডিজিটাল স্ক্রিনের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়ে বক্তব্য দিতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সোয়া ৩টার পর বক্তব্য দেন গণমায়েতের ডাক দেওয়া এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাশাপাশি ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ) ও জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন এ কর্মসূচিতে।

নয়াশতাব্দী/ইআর