২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৬ মে, ২০২৫

দুর্গাপুরে হত্যাকাণ্ড: র‌্যাব-৫ গ্রেপ্তার করলো পাঁচ আসামী

রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২৫, ২:২৪ অপরাহ্ন
দুর্গাপুরে হত্যাকাণ্ড: র‌্যাব-৫ গ্রেপ্তার করলো পাঁচ আসামী

রাজশাহী জেলার দুর্গাপুরে পরকীয়া সম্পর্ক এবং গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মকবুল হত্যার প্রধান আসামী আলামিন হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

১১ মে (রবিবার) রাতে কক্সবাজারের সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আলামিন হোসেন (৩৫), শহিদুল ইসলাম (২৫), শাহাবুর (৩০), মোহাম্মদ রিপন (২৫) এবং মোহাম্মদ মেহেদী হাসান বাটুল (২৫), সকলেই দুর্গাপুরের দেলুয়াবাড়ি ইউপির তরিপতপুর গ্রামের বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ এপ্রিল, পরকীয়া সম্পর্কের জেরে মৌ (৩০) নামের এক নারী  ইসমাইল হোসেনের বাড়িতে আশ্রয় নেন। এরপর গ্রামে সালিশ বসানো হলে আসামিরা তাদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন, যা স্থানীয়দের সঙ্গে বিরোধে পরিণত হয়। পরদিন রাতে, তারা আম-চত্তর মোড়ে হামলা চালিয়ে মকবুল হোসেনকে গুরুতর আঘাত করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-৫ তাদের গতিবিধি নজরদারি করে এই অভিযান চালায়। বর্তমানে আসামিদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নয়াশতাব্দী/ইআর