
ফিলিপাইনে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার (১২ মে) সকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটিং চললেও, ইলেকট্রনিক ভোট কাউন্টিং মেশিনে কারিগরি সমস্যার কারণে কিছু কেন্দ্রে ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ঐতিহ্যগতভাবে ফিলিপাইনের মধ্যবর্তী নির্বাচন কম আলোচিত হলেও এবার ভোটের মাঠে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এবং তার সহযোগী থেকে প্রতিদ্বন্দ্বীতে পরিণত হওয়া ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তের মধ্যে অদৃশ্য লড়াই চোখে পড়েছে। বিশ্লেষকরা এটিকে “ক্ষমতার ভারসাম্য পুনর্নির্ধারণের লড়াই” হিসেবে দেখছেন।
দেশটির নির্বাচন কমিশন ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, বিরোধী দলগুলো কিছু এলাকায় অনিয়মের অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রক্রিয়াটিকে সাধারণত শান্তিপূর্ণ বলে মূল্যায়ন করেছেন।
মোট ১৮ হাজারের বেশি পদে ভোট গ্রহণ সম্পন্ন হয়, যাতে তারা সরাসরি প্রার্থী না হলেও নিজেদের মনোনীত প্রার্থীদের পক্ষে জোরেশোরে প্রচার চালিয়েছেন। তাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা এমন এক প্রতিযোগিতায় রূপান্তরিত হয়েছে, যা ১১ কোটি মানুষের দেশটিতে ভবিষ্যৎ ক্ষমতার গতি-প্রকৃতিকে প্রভাবিত করতে পারে।