
তিস্তা নদীর পানির আগ্রাসন ভারতের ঐতিহাসিক আধিপত্যবাদের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারত বাংলাদেশকে পূর্ব কাশ্মীরে পরিণত করতে চায়।
আজ মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘অতীতে বামপন্থীরা (বামপন্থী রাজনীতি) ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকলেও এখন তারা সোচ্চার নয়।’
ভারতের ফারাক্কা বাঁধ বাংলাদেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
নয়াশতাব্দী/এসআর