১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

২৯ মে, ২০২৫

পদ্মা সরকারি কলেজে স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প ও মহা তাবু জলসা অনুষ্ঠিত

দোহার প্রতিনিধি প্রকাশিত: মে ২৬, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন
পদ্মা সরকারি কলেজে স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প ও মহা তাবু জলসা অনুষ্ঠিত

ঢাকার দোহারে অবস্থিত পদ্মা সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বার্ষিক গ্রুপ ক্যাম্প, দীক্ষা অনুষ্ঠান ও মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) সন্ধ্যায় দুই দিনের গ্রুপ ক্যাম্প শেষে এ মহা জলসাটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তিনি তার বক্তব্যে বলেন, "পদ্মা সরকারী কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং প্রত্যক শিক্ষার্থীদের উচিত সমাজে একজন ভালো মানুষ হয়ে ওঠা। স্কাউটিং ছাত্রদের কর্মঠ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে।"

এদিকে, তাবুজলসায় ঢাকা জেলা রোভার স্কাউটের নবনির্বাচিত সহকারি কমিশনার পদে পদ্মা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাসুদ রানাকে নিয়োগপত্র প্রদান করেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভার কমিশনার ওমর আলী, জেলা রোভার সহ সভাপতি গোলাম মোস্তফা, ও মুকসুদপুর শামসুদ্দিন সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান।

বিশেষজ্ঞ অতিথিরা বলেন, স্কাউটিং যুবকদের শৃঙ্খলা ও দায়িত্বশীলতা শিখায়, যা তাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নয়াশতাব্দী/ইআর