১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

২৯ মে, ২০২৫

অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না: সারজিস আলম

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন
অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না: সারজিস আলম

অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে দলীয় পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করবে এনসিপি। সেইসাথে, সবার মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা থাকা উচিৎ বলেও মনে করেন তিনি।

এ সময়, নির্দিষ্ট কোন মার্কা না দেখে ভালো মানুষকে ভোট দেয়ার আহ্বান জানান সারজিস আলম। পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী নাসের খানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এসআর