
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলাওল কলেজ মাঠ থেকে মিছিলটি বের করেন নেতাকর্মীরা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি। এরপর সেখানে সমাবেশ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কটূক্তি এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানান।
বিক্ষোভ সমাবেশে দক্ষিণ জেলা বিএনপি নেতা লিয়াকত আলীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নয়াশতাব্দী/এসআর