
হজ ইসলামের অন্যতম বুনিয়াদ। আর্থিক ও শারীরিক সক্ষমতা রয়েছে এরূপ মুসলমান নর-নারীর ওপর হজ ফরজ। হজ অত্যন্ত পুণ্যময় ও ফজিলতপূর্ণ ইবাদত। মহান আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার ইচ্ছা লালন করে আসছিলেন লিবিয়ার যুবক আমের মাহদি মনসুর। চলতি বছর হজের জন্য নিবন্ধন করেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষ করে, তবে বিমানবন্দরে যাওয়ার পর বিপাকে পড়েন আমের। মিশর হয়ে তার সৌদি আরব যাওয়ার কথা থাকলেও, নিরাপত্তা ইস্যুর কথা জানিয়ে তাকে বিমানে উঠতে দেননি কর্মকর্তারা।
এক পর্যায়ে আমেরকে ছাড়াই টেক অফ করে বিমানটি। যদিও আল্লাহর ওপর থেকে বিশ্বাস আর কাবাঘর তাওয়াফ করার ইচ্ছা তখনও হারাননি আমের। বিমানবন্দর কর্মকর্তা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘মন খারাপ করো না, হয়ত এটা তোমার কপালে ছিল না।’ আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, ‘আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।’
এরপরই ঘটে বিস্ময়কর ঘটনা। যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে বিমানটি। চেকআপের পর আবারও উড্ডয়নের জন্য প্রস্তুত হয় বিমানটি। তবে পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না। এবারও তাকে উঠতে দেয়া হয়নি।
এবারও বিমানবন্দর কর্মকর্তা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘মন খারাপ করো না, হয়ত এটা তোমার কপালে ছিল না।’ আমেরের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা অটল বিশ্বাস। সে আবারও উত্তর দিল, ‘আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।’
কিছুক্ষণ পর আরেকটি বিস্ময়কর খবর এলো, যান্ত্রিক ত্রুটির কারণে আবারও ফিরে আসে বিমানটি। এসময় পাইলট নিজেই ঘোষণা দেন, আমেরকে বিমানে না নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন না। শেষ পর্যন্ত আমের প্লেনে উঠেন।
সৌদি এয়ারপোর্ট থেকে একটি ভিডিওতে আমের বলেন, ‘আল কাহহার’ এটি মহান আল্লাহর সুন্দর নামসমূহের একটি। এর অর্থ: তিনি কারণগুলোকেও পরাস্ত করেন। আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন। তাই কোনো বিষয়ে বেশি চিন্তা করো না; যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, বিশ্বাস রাখো তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন, এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন। যতি তোমার নিয়ত হয় পবিত্র, আর ঈমান হয় অটল।
নয়াশতাব্দী/ইআর