
বিগত সরকার আমলে যারা বিনা ভোটের নির্বাচন করেছে তাদেরকে চাকরি থেকে বিদায়ের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। শুক্রবার (৪ জুলাই) সকালে প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ দাবি জানান তিনি।
আসাদুজ্জামান রিপন বলেন, ২০০৮ সালের নির্বাচনও ছিল বির্তকিত। কারণ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্যই ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল।
বির্তকিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছিল। ওই নির্বাচন বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেয়ার নীল নকশা ছিল বলেও মন্তব্য করেন বিএনপির এই ভাইস প্রেসিডেন্ট।
তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে ছিল, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। আওয়ামী লীগ এখন মুসলিম লীগের পথে বলেও জানান তিনি।
নয়াশতাব্দী/এনএ