২০ আষাঢ়, ১৪৩২

০৪ জুলাই, ২০২৫

তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে মানা করলো চীন

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ২:৪৫ অপরাহ্ন
তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে মানা করলো চীন

তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে চীন। শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ হুঁশিয়ারি দেন।

মাও নিং বলেন, নয়াদিল্লি চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে। এগুলো বন্ধ না করলে তা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, তিব্বতের তথাকথিত নির্বাসিত সরকার একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী, যারা তিব্বত নিয়ে গুজব ও মিথ্যাচার ছড়ানোতে অভ্যস্ত। তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমরা আশা করি নয়াদিল্লি তিব্বত ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপণ বন্ধ করবে। যাতে এটি চীন-ভারত সম্পর্কে প্রভাব ফেলতে না পারে।

নয়াশতাব্দী/ইআর