
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগের আসনগুলোর নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। গ্শতকাল ক্রবার (৪ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রার্থীদের নামগুলো ঘোষণা করে দলটি।
রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলা রয়েছে। এসব জেলায় ৩৩টি সংসদীয় আসন রয়েছে।
জামায়াত সূত্র জানায়, নির্বাচন উপলক্ষ্য ২৯৬ আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। ধাপে ধাপে আসনভিত্তিক এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী রংপুর বিভাগের জামায়াতের প্রার্থীরা হচ্ছেন—
রংপুর জেলা :
রংপুর-১ অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-২ এটি এম আজহারুল ইসলাম, রংপুর-৩ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ মাওলানা উপাধ্যক্ষ এটি এম আজম খান, রংপুর-৫ গোলাম রাব্বানী, রংপুর-৬ মাওলানা নূরুল আমিন।
দিনাজপুর জেলা :
দিনাজপুর-১ মতিউর রহমান, দিনাজপুর-২ অধ্যক্ষ আফজাল হোসেন আনাম, দিনাজপুর-৩ অ্যাডভোকেট মনিরুল আলম, দিনাজপুর-৪ আবতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৫ আনোয়ার হোসেন, দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম।
নীলফামারী জেলা :
নীলফামারী-১ অধ্যাক্ষ মাওলানা আব্দুর সাত্তার, নীলফামারী-২ (ঘোষণা করা হয়নি), নীলফামারী-৩ ওবাইদুল্লাহ সালাফি, নীলফামারী-৪ মাওলানা হফেজ আব্দুল মুনতাকিম।
লালমনিরহাট জেলা :
লালমনিরহাট-১ আনোয়ারুল ইসলাম, লালমনিরহাট-২ অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ হারুনূর রশিদ।
কুড়িগ্রাম জেলা :
কুড়িগ্রাম-১ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ অ্যাডভোকেট ইয়াসিন আলী, কুড়িগ্রাম-৩ ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ মোস্তাফিজুর রহমান মোস্তাক।
গাইবান্ধা জেলা :
গাইবান্ধা-১ অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আব্দুল করীম, গাইবান্ধা-৩ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, গাইবান্ধা-৪ ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-৫ মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস।
ঠাকুরগাঁও জেলা :
ঠাকুরগাঁও-১ দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও-২ আব্দুল হাকিম, ঠাকুরগাঁও-৩ মিজানুর রহমান।
নয়শতাব্দী/এনএ