২০ আষাঢ়, ১৪৩২

০৫ জুলাই, ২০২৫

জয়া আহসানের সিনেমার ট্রেলার শেয়ার দিয়ে শুভকামনা অমিতাভ বচ্চনের

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন
জয়া আহসানের সিনেমার ট্রেলার শেয়ার দিয়ে শুভকামনা অমিতাভ বচ্চনের

মুক্তির অপেক্ষায় জয়া আহসানের সিনেমা ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায় চৌধুরীর এই ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। ১৮ জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে।

মুক্তির আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। মুক্তির পর ট্রেলার প্রশংসা কুড়াচ্ছে। জয়ার ছবিটি এখন আরও বেশি আলোচনায়; কারণ, অমিতাভ বচ্চন ট্রেলারটি তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন! শুভকামনা জানিয়েছেন নির্মাতা ও সিনেমাসংশ্লিষ্ট সবাইকে।

আজ শুক্রবার সকালে ট্রেলারটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে শেয়ার দিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন, টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়। পোস্টটির মন্তব্যের ঘরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে।

অনুভূতি জানতে চাওয়া হলে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, আমি মাত্রই দেখলাম, ঢাকায় ফিরছি আর সেই মুহূর্তে এটা দেখলাম। সুন্দর একটা সংবাদ দিয়ে শুক্রবারের দিনটা শুরু হলো। এখন ছবির দায়িত্ব আরও বেড়ে গেল। তিনি (অমিতাভ বচ্চন) যখন এটি শেয়ার করেছেন, সত্যিই এটা বিশাল পাওয়া।

নয়াশতাব্দী/এসআর