২ জ্যৈষ্ঠ, ১৪৩২

১৭ মে, ২০২৫

প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

নয়া শতাব্দী প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

এবার ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবি নিয়ে তাদের এই সমাবেশ। সড়ক বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়ে পথযাত্রীরা।

রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। 

রিকশাচালকদের থেকে জানা যায়, তারা বিভিন্ন জায়গা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হচ্ছেন।

বিক্ষোভরত ব্যাটারিচালিত রিকশাচালকরা বিশাল একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন। প্রেস ক্লাবের সামনে একটি পিকাপ ভ্যানে লাল ব্যানারে সমাবেশ মঞ্চের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। সেই মঞ্চে বক্তব্য রাখছেন ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা।