১৮ আষাঢ়, ১৪৩২

০৩ জুলাই, ২০২৫

দোহারে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত

নবাবগন্জ দোহার প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
দোহারে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত

ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে বাহ্রা স্কুলের কাছে এ ঘটনাটি ঘটে। নিহত হারুনুর রশিদ বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হেঁটে যাওয়ার সময় এক  যুবক এসে হঠাৎ গুলি চালিয়ে যায়। এ ঘটনায় হারুন মাষ্টার মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হারুন মাষ্টারের ভাতিজা মো. শাহিন জানিয়েছেন, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে চাচা হাঁটতে বের হয়েছিলেন। তবে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন জানান, নিহতের মাথা, ঘাড় ও শরীরে ৬টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

এ সম্পর্কে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় কারও সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে।

নয়াশতব্দী/এনএ