
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দ্বায়িত্ব বিদেশী প্রতিষ্ঠানকেই দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) সাখাওয়াত হোসেন। তবে, তার আগে আগামী ৬ মাস বা তার কিছু বেশি সময়ের জন্য টার্মিনালটি অস্থায়ীভাবে পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক শেষে এ কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা।
এ সরকার দেশ বিক্রির জন্য আসেনি জানিয়ে তিনি বলেন, এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলছে। চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করেই করা হবে। প্রতিষ্ঠানটি বড় বিনিয়োগ নিয়ে আসবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা।
উপদেষ্টা জানান, বিদেশী প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দেয়া হলেও কারও চাকরি যাবে না। মংলা বন্দর শুধু গাড়ি আমদানির জন্য ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। তিন মাসের মধ্যে এ বন্দরে দুটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে চীন।
নয়াশতাব্দী/এনএ