১৮ আষাঢ়, ১৪৩২

০৩ জুলাই, ২০২৫

কটিয়াদীতে কিডনি রোগীর জীবন রক্ষায় এগিয়ে এলেন ছাত্রদল নেতা

নয়া শতাব্দী ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন
কটিয়াদীতে কিডনি রোগীর জীবন রক্ষায় এগিয়ে এলেন ছাত্রদল নেতা
বামে অসুস্থ রানা, ডানে ছাত্রদল নেতা কামরুল।

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত মুক্তিযোদ্ধার অসুস্থ সন্তান মনিরুল ইসলাম রানার (৪৫) দুটি কিডনীই অকোজো। স্বামীকে বাঁচাতে কিডনী দিতে প্রস্তুত তার স্ত্রী। কিডনী প্রতিস্থাপনে নিঃস্ব পরিবারের পাশে এগিয়ে এসেছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম। তার  হয়েছে রানাকে।

বুধবার (২ জুলাই) দুপুরে ছাত্রদল নেতা কামরুল ইসলামের উদ্যোগে সংগ্রহকৃত প্রায় বিশ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, "প্রয়াত মুক্তিযোদ্ধা সন্তান মনিরুল ইসলাম রানার কিডনি প্রতিস্থাপনের জন্য ভারতে যাওয়ার প্রয়োজন হলে, তার পরিবারের পক্ষে এই ব্যয় বহন অসম্ভব হয়ে পড়ে।"  এরই প্রেক্ষাপটে ছাত্রদল নেতা কামরুল ও তার সহযোগীসহ গ্রামের তরুণদের উদ্যোগে ১৯ লক্ষ ১৯ হাজার ১৮২ টাকার তহবিল সংগ্রহ করেন। যা পরবর্তীতে অসুস্থ রানার হাতে তুলে দেন। এবং আরও দুই লক্ষ্য টাকা সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তারা।

অসুস্থ রানার বড় ভাই মহিবুল হাসান পলাশ ধন্যবাদ জ্ঞাপনার্থে বলেন, আমার ভাইয়ের এই দুর্দিনে আপানাদের উদ্যোগে দেশ ও প্রবাসের অনেকেই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সকলের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 

ছাত্রদল নেতা কামরুল ইসলাম বলেন, আমার ডাকে সাড়া দিয়ে আপনারা যারা রানা ভাইয়ের চিকিৎসার জন্য সহযোগিতা করেছেন; তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে প্রবাসীদের ধন্যবাদ জানাই। তাদের ভূমিকা ছিলো চোখে পড়ার মতো। দলমত নির্বিশেষে মানবিক প্রয়োজনে সাড়া দিয়ে যে দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। রানা ভাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করবে এ প্রত্যাশা করি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরীফুল হাছিব, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জহিরুল ইসলাম বাচ্চু, মুমুরদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোকারম হোসেন লিটন, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল ভূইয়া, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নকিব হুদা প্রমূখ।

নয়াশতাব্দী/এসআর